দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পাইকারি আম বাজার পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক’ সাবেক সংসদ’ মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার (৯ মে) সন্ধ্যার পর তিনি বেলতলা আম বাজারে পরিদর্শনে আসেন।
আম বাজার পরিদর্শনকালে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমাদের কৃষক ভাইয়েরা ও বিভিন্ন মুকাম থেকে আম কিনতে আসা ব্যাপারীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সেদিকে সবাইকে নজরদারি রাখতে হবে। কারণ বিগত দিনে এ বাজারে বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি ও লুটপাট হয়েছে। ও বিভিন্ন ব্যাপারীদের হয়রানি করেছে। এবছর কোন চাঁদাবাজি ও লুটপাট হতে দেওয়া হবে না। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা অন্যায় করলে দল আমাদেরকে শাস্তি দেয়, আর অন্য দলের কর্মিরা অপরাধ করলে তাদেরকে পুরস্কার দেয়। অতএব আজ থেকে এ বাজারে কোন প্রকার চাঁদাবাজি লুটপাট হবে না। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করে বলেন, আজ থেকে যদি আম বাজার থেকে কোন ব্যক্তি চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বেলতলা বাজার কমিটির সভাপতি মাহামুদ আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না, বেলতলা আম ব্যবসায়ী কমিটি নেতৃবৃন্দ ও স্থানীয় আম চাষিরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com