অদ্য (৯ মে) শুক্রবার বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি`র নেত্রীবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়ানো এবং মিথ্যা সংবাদ প্রচারে মাধ্যমে চরিত্রহনন ও সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড পৌর বিএনপি`র আহ্বায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি`র সদস্য কাউন্সিলর শামসুল আলম (আজাদ) এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি`র যুগ্ন-আহ্বায়ক কাজী মো: সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি`র সদস্য মোহাম্মদ ইউসুফ নিজামী, উপজেলা বিএনপি`র সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, পৌরসভা বিএনপি`র সদস্য সচিব ছালেহ আহাম্মদ সলু, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপি`র সভাপতি নুরুল আনোয়ার চেয়ারম্যান, সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার, বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি`র সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মুরাদপুর ইউনিয়ন বিএনপি`র সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.আইনুল কামাল, কুমিরা ইউনিয়ন বিএনপি`র সাবেক সভাপতি মোঃ মনির, সামছুদ্দোহা, যুবনেতা সালাউদ্দিন টিটু, সোনাইছড়ি থেকে শ্রমিক নেতা রবিউল হোসেন রবি, পৌরসভা বিএনপি`র সদস্য আবু সিদ্দিক বাল্লা, মোহাম্মদ আলী, উপজেলা জাসাস সভাপতি, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী মো: সেলিম, সানি, মামুন ও বিএনপি নেতা নুরুল আলমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক পরিচয় দেয়া জহিরুল ইসলাম, গত ০৭/০৫/২৫ ইং তারিখে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি`র যুগ্ম-আহ্বায়ক কাজী মো: সালাউদ্দিনের বিরুদ্ধে তাকে হুমকি দেয়ার অভিযোগে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরী করেন (জিডি নং-৪৮৭) এবং ০৮/০৫/২৫ ইং তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় “সীতাকুণ্ড বিএনপি নেতার হুমকিতে সাংবাদিকেরা আতঙ্কে“ শিরোনামে সংবাদ প্রচার করেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উওর জেলা বিএনপি`র যুগ্ন-আহ্বায়ক কাজী মো: সালাউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। সেই সাথে বিশ্বাসী গণতন্ত্রে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুযোগ সন্ধানী একটি চক্র অপ-সংবাদিকতায় মেতে উঠেন। তারা বিএনপি`র নেতাকর্মীদের ঐক্যে ফাটল ধরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের পাশাপাশি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারে লিপ্ত রয়েছেন।
বিএনপি`র যুগ্ম-মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকা জহির বিএনপি`র নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালালেও তাদের ঐক্য ফাটল ধরাতে পারবে না। অনতিবিলম্বে জহির ও তাঁর নেতৃত্বে গড়ে উঠা সুযোগ সন্ধানী টাউড-বাটপার চক্র অপকর্ম থেকে সরে না এলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার দাঁতভাঙ্গা জবাব দিবে।
সংবাদ সম্মেলনের আগে দলের নেতা কর্মীরা সীতাকুন্ড বাজারে এক বিক্ষোভ মিছিল করে টাউড-বাটপার ভূয়া সাংবাদিকদের বিচারের দাবী জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com