প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৫:২৪ এ.এম
ঢাকা বৌদ্ধ সমিতি কর্তৃক শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন

আগামী ১১ মে রবিবার বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উত্তরাস্থ বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯ টায় ধর্মীয় পরিবেশে পূজা অর্চনা, সমবেত প্রার্থনা, ১০ মিনিট মেডিটেশন ও প্রাজ্ঞ ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মালোচনা করা হবে। সকল ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের সকাল
৯ টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির৷ ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার স্বপন বড়ুয়া চৌধুরী।।
এই ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। তিনি সদ্য প্রাপ্ত ঢাকাবাসী বৌদ্ধদের অনেক বছরের স্বপ্ন মৃত্যুর পর শেষ ঠিকানা মহাশ্মশানের জায়গা পরিদর্শন করবেন।। অনুষ্ঠানে আগত সকল পূন্যার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।ধর্মীয় পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের ত্রি- স্মৃতি বিজড়িত এই ধর্মীয় উৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য সকাল ৯ টায় বিহারে আসার জন্য ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী মহোদয়ের আহবানে সাড়া দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্যের আনিসংশ লাভ করুন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com