শনিবার (১০ মে) রাতের প্রথম প্রহরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অপু সরকার (২৬) কে মাদকসহ গ্রেফতার করেছে। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও অংশগ্রহণ করে।
গ্রেফতার অপু সরকার শহীদনগর ভাগলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ্ মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটকের পর অপু সরকারকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com