প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৭:৩২ এ.এম
চুয়াডাঙ্গায় ৬০ বোতল অবৈধ মাদকসহ ২ জন আটক
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আটক।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা মহোদয়ের নির্দেশে চুয়াডাঙ্গা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা পুলিশের বিভিন্ন ইউনিট মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করছে।
আজ সকাল ৭:২০ ঘটিকায়। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা( ডিবি) কর্তৃক দামুড়হুদা উপজেলা পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাকা রাস্তার হতে(০১) মামুন আলী (৩০)। (০২) রুহুল আমিন (৩০) আসামী দুই জনের শরীর তল্লাশি করে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন,এস,আই সমিত্র সাহা,এ,এস,আই মামুনুর রহমান,এ,এস,আই ইমরান হোসনে সকলেই জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ও ফোর্স সহ অভিযানটি পরিচালনা করেন।
আসামিদের দামুড়হুদা উপজেলা থানায় মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com