প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১০:৫৮ এ.এম
কোটালীপাড়ায় পৌর কিচেন মার্কেট বণিক সমিতির দ্বি-বার্ষিক কমিটির গঠন

ব্যবসায়ী আবু তালেব মোল্লাকে সভাপতি ও আলহাজ¦ ক্বারী বশির বিন সামসুদ্দিনকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জের কোটালীপাড়ার পৌর কিচেন মার্কেট বণিক সমিতির দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার রাতে পৌর কিচেন মার্কেটের চাং পাং চাইনিজ রেস্টুরেন্টে বসে এ কমিটি গঠন করা হয়।
পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক কাউন্সিলর আলম গাজী, জয়নাল মিয়া, তহসিলদার জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার মনু, বিএনপি নেতা আলম সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ¦ ক্বারী বশির বিন সামসুদ্দিন বলেন, পৌর কিচেন মার্কেট বনিক সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কিছু দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। #
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com