বাগেরহাটে "পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন" এর উদ্বোধন করা হয়েছে। বাগেরহাটে আগত পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন’-এর বাণিজ্যিক কার্যক্রম শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে মোটেলটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনের ঘোষণা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। মোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং মশিউর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।
ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, এডভোকেট মাহবুব মোর্শেদ লালন (পিপি), বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, হাফিজুর রহমান তুহিন, সর্দার জাহিদুল ইসলাম, নিয়াজ মাহমুদ শৈবাল, জামায়াত নেতা মনজুরুল হক রাহাত, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনসহ স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
বাগেরহাট শহরের অদূরে রণবিজয়পুর এলাকায় অবস্থিত এ মোটেল উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ইউনেস্কো স্বীকৃত সুন্দরবন ও ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের নিকটবর্তী অঞ্চলে পর্যটকদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এই মোটেলের যাত্রা শুরু। খান জাহান আলীর মাজারের ঠিক সামনে অবস্থিত মোটেলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এখানে সর্বনিম্ন রুম ভাড়া ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা। তাছাড়া মোটেলে রয়েছে ফ্যামিলি স্যুট, ডাবল ও ট্রিপল বেডরুম, রেস্টুরেন্ট, কনফারেন্স রুম, আধুনিক ল্যান্ডস্কেপিং এবং পর্যাপ্ত পার্কিংসহ বিভিন্ন সুবিধা।