গাংনী উপজেলার কাজিপুর গ্রামে গরু বোঝাই স্যালোইঞ্জিন চালিত যানের ধাক্কায় তাসনিমা (৪) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। মামার দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হওয়ার সময় গরু বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শিশু তাসনিমা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
তাসনিমা কাজিপুর গ্রামের সৌদি প্রবাসী জয়নাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, জয়নাল আবেদীনের বাড়ির পাশে জনৈক কাজেমের সবজির দোকানে হালখাতা চলছিল। সেখানে তার মা ময়না খাতুন মেয়ে তাসনিমাকে সাথে নিয়ে যায়। রাস্তার অপর পাশে রয়েছে তাসনিমার মামার দোকান। ওই দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হবার সময় গরু বোঝায় ট্রলি চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় তাসনিমা। এদিকে স্থানীয় লোকজন ট্রলি ও তার চালককে আটক করে।
গাংনী থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ট্রলি চাপায় শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com