প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১২:০৩ পি.এম
কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় (মামলা নং-০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড) অভিযান চালিয়ে ১০ মে (শনিবার) রাত ২.০০ টায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. তারিপুল্লা (৬০), পিতা-মৃত আকমত আলী, মাতা- মোছাঃ তারাফুল নেছা, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর, থানা- ঢুষমারা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে রাত ২টায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, মাতা- মোছাঃ ডালিমন বেওয়া, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তাকে রাত ৩টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। মামলায় গুরুতর ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।
ঢুষমারা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মো: আ: রহিম জানান, “আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com