প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১২:০৬ পি.এম
রাঙ্গাবালীতে এইচ এস সি পরীক্ষার্থীকে অপহরণ, চেতনানাশক খাইয়ে হত্যার চেষ্টা

রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এইচএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণ করে চেতনানাশক খাইয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রিয়াদ মিয়া (১৯)। তিনি তিল্লা গ্রামের হোসেন খলিফার ছেলে এবং ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পরিবারের অভিযোগ, রিয়াদ দীর্ঘদিন ধরে স্থানীয় সজলের সিরামিক্স দোকানে কাজ করতেন। তবে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুদিন আগে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই দোকান মালিক সজল ও তার অনুসারীরা রিয়াদ ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন।
ঘটনার দিন রিয়াদকে অপহরণ করে চেতনানাশক খাওয়ানো হয়। অচেতন অবস্থায় তাকে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রিয়াদের পরিবার এ ঘটনায় রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো:রহিম জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com