প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১২:৩২ পি.এম
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

“মান সম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা।আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রশাসন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাবিদরা। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি জাতির ভিত্তি এবং এই ভিত্তিকে মজবুত করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে কয়েকজন শিক্ষকের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সদরপুর উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত মোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লতিফ খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং মিডিয়াকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল শিক্ষাবান্ধব ও উৎসাহব্যঞ্জক, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com