মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাওদিপাড়া- হাতনী-চাপরাইল পর্যন্ত বিএডিসি'র খননকৃত সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। তারা খালের ওপর রাস্তা বানিয়ে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি করছে। খালটি ভরাট করায় সরকারের লক্ষ লক্ষ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। সেই সাথে আসন্ন বর্ষা মৌসুমে বিশাল এলাকায় জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয়রা।
সরেজমিনে শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, হাতনী - জামির্ত্তা হুটের চকে ৪টি ইট ভাটার পূর্ব পাশের খালে মাটি ফেলে রাস্তা তৈরি করে একমাস ধরে রাতের আধাঁরে ফসলি জমির মাটি কেটে ড্রামট্রাক ও মাহিন্দ্র ট্রলিতে করে ইটভাটায় মাটি বিক্রি করছে ।
খালটি ভরাট করে রাস্তা করায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় শুস্ক মৌসুমে কৃষকদের সেচকাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে কৃষি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার আশংকা করছেন চাষীরা ।
খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় বিএডিসি ২০২৩ সালে লক্ষ লক্ষ টাকা খরচ করে খালটি পুনঃখনন করেন ।
জানা গেছে, বাওদি পাড়া এলাকার মাটি ব্যবসায়ি আয়নাল ও খোকন গংরা খালের ওপর রাস্তা বানিয়ে ফসলি জমি কেটে পাশের ৪ টি ইট ভাটায় মাটি বিক্রি করছে। স্থানীয় কৃষকরা বাঁধা দিয়েও খাল ভরাট ও মাটি বিক্রি বন্ধ করতে পারছেন না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগ বলেন, খননকৃত খালের কোন স্থানে মাটি ফেলে ভরাট করছে আমাকে তথ্য দিন।ব্যক্তিগত কাজে
সরকারি খাল ভারটের কোন নিয়ম নেই। এমনকি খাল ভরাট করে সরকারি কোন প্রকল্পও দেওয়া যাবে না। তদন্ত করে ব্যবস্থা নেয়া
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com