প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ২:৩৬ পি.এম
দামুড়হুদায় ফেনসিডিলসহ দু’মাদক পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দু'মাদক পাচারকারী আটক হয়েছে।
আটককৃত দু'মাদক পাচারকারী হলো, দামুড়হুদা উপজেলার সদরের দশমী পাড়ার মোঃ আবেদ আলীর ছেলে মোঃ মামুন আলী (৩৩), ও মৃত শরমান দফাদারের ছেলে মোঃ রুহুল (৩০)।
আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দু'মাদক পাচারকারী আটক করেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানাযায়,
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল পাচারকারী কয়েক জন পালিয়ে গেলেও ৬০ বোতল ফেনসিডিলসহ মামুন আলী ও রুহুল আটক হয়।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি জানান, গ্রেফতারকৃত দু'মাদক পাচারকারীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com