প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ২:৩৮ পি.এম
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে মোট ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা।
শনিবার (১০ মে) বেলা ১২:৩০ মিনিটে মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাজীপুর এলাকার উদমদী পাম্প হাউজের পাশের বেড়িবাঁধ সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. রেজাউল করিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে মতলব উত্তরে বসবাস করছিলেন। তার কাছ থেকে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা মোট ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫০.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫০,৬০০ টাকা।
এর আগে ৯ মে ২০২৫ ইং তারিখ রাত ১০:৩০ মিনিটে অপর একটি বিশেষ অভিযান চালানো হয়। এসআই একেএম ইউনুছ, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই রবিউল হোসেন এবং কনস্টেবল সোহেল রানা সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় সোলেমান শাহ (ল্যাংটা) মাজারসংলগ্ন আমবাগানে অভিযান পরিচালনা করে মো. তাজুল ইসলাম ওরফে তাজু (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মৃত আ. খালেকের ছেলে। তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। দুই অভিযানের পৃথক ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, “মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাহিনী নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী রেজাউল করিম ও তাজুল ইসলাম গ্রেপ্তার করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com