প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ২:৪০ পি.এম
মতলব উত্তরে নেদামদী ঈদগাঁয়ের নতুন কমিটি গঠন সভাপতি শিবলু, সম্পাদক সুমন

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বৃহত্তর নেদামদী গ্রামের ঈদগাঁ কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মো. মোখলেস ঢালি মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় তিনটি সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে চার বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মো. সাইদুল ইসলাম শিবলুকে সভাপতি এবং মো. ইসমাইল হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে "নেদামদী ঈদগাঁ কমিটি" গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম সীমান্ত
সহ-সভাপতি হাফেজ মাসুদ আলম প্রধান, হুমায়ুন গাজী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, মো. নাঈম ব্যাপারী, মোঃ রুবেল ঢালী, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন প্রধান, প্রচার সম্পাদক মো. নবীর হোসেন প্রধান
ক্যাশিয়ার মো. জাফর ইকবাল সানি, সহ ক্যাশিয়ার ইয়াসিন বাবু, দপ্তর সম্পাদক মো. রিপন মিয়া, আপ্যায়ন ও রক্ষণাবেক্ষণ সম্পাদক বিল্লাল প্রধান, মো. ইসমাইল মাঝি, মো. ইসলাম ব্যাপারী। কার্যকরী সদস্য: মো. মাহফুজুর রহমান, শাহ পরান ব্যাপারী, মাজহারুল প্রধান হৃদয় ফকির, রুবেল প্রধান, রিয়াদ ব্যাপারী, আহাদ প্রধান, মোঃ রাসেল সরদার, মোঃ মামুন প্রধান, ইব্রাহিম ব্যাপারী ও ইসহাক প্রধান।
নতুন কমিটির গৃহীত নিয়ম অনুযায়ী, তিনটি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ঈদগাঁয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। এছাড়া, কোনো সদস্য সমাজবিরোধী বা মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে সংগঠনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অনুপস্থিত থাকায় এবং পূর্ববর্তী হিসাব অসমাপ্ত থাকলেও নতুন কমিটি সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com