বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নারী ও পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে-২৫) সকাল ৯টায় উপজেলার শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ এবং সহ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, কেন্দ্রিয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান, শহীদ আরিফুলের পিতা আবতাব উদ্দিন। এসময় শহীদ আলী মোস্তফার পিতা সালাম বিনিময় করেন। কালিগঞ্জ একই দিনে একই মাঠে পৃথক দুটি সময়ে লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়্ প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে সুশৃঙ্খলিত বার্ষিক কর্মী সম্মেলনে বক্তব্যে প্রধান অতিথি বলেন আল্লাহর আইন, সৎ ও আদর্শবান ব্যাক্তির শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে। বিগত স্বৈরাচার সরকারের সময়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের উপর হত্যা, জুলুম ও নির্যাতন করে শেষ করতে চেয়েছিলো। কিন্তু তারা জানে না বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আরও শক্তি ও জনবলে প্রতিষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে নারী পুরুষ সম্মিলিত ভাবে নতুন নতুন কর্মী এবং সমর্থকদের সংগ্রহ করার মাধ্যমে ঘোষীত প্রার্থীদ্বয়কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আমাদের একটাবার সুযোগ দেন, তাহলে দুর্নীতি, ঘুষ, সুদ ও অবিচার থাকবেনা। ন্যায়, সততা ও সাম্যের দেশ গড়ার পাশাপাশি সনাতনীদের নিরাপত্তার দায়িত্ব আমরাই নিতে চাই। চাকুরীর ক্ষেত্রে থাকবেনা বৈষম্য।
বিশাল কর্মী সম্মেলন নির্বিঘ্নে ও সান্তিপূর্ণ করতে কালিগঞ্জ উপজেলা সদরের প্রত্যেকটি মোড়ে মোড়ে ১৫০০ স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে যানজট মুক্ত পরিবেশ নিয়ন্ত্রন করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com