প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৩:০৪ পি.এম
বাগাতিপাড়ায় গুলিসহ পিস্তল উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া পুলিশের চেকপোস্টে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও বহনকারী অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান।
শুক্রবার রাত ১১টার দিকে দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
বাগাতিপাড়া মডেল থানার ও.সি (তদন্ত) রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত জামনগর পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় আড়ানী থেকে পুঠিয়ার দিকে যাওয়া, একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য সিগন্যাল দিলে সামনের দিকে চলে যেতে চাইলে তারা দুইজন মোটরসাইকেলসহ পরে যান। এরপর মোটরসাইকেল ফেলে তড়িঘড়ি করে পালানোর সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পরে যায়।
ও.সি (তদন্ত) রেজাউল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। সেইসঙ্গে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানন তিনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com