পিতার উপর অভিযোগ তুলে যে মেয়েটা পিতাকে খু"ন করেছে, সেটার কারণ সম্পূর্ণ ভিত্তিহীন । মেয়েটার নাম জান্নাত জাহান শিফা। তার পিতা আব্দুস সাত্তার। তারা আরো দু'টি মেয়েসহ সাবলেট বসবাস করতেন।
আব্দুস সাত্তার ডাইনিং রুমে, তার মেয়ে এক রুমে এবং অপর দু'টি মেয়ে আরেকটি রুমে ভাড়া নিয়ে বসবাস করতেন। কিন্তু, জান্নাত আর অপর দু'টি মেয়ে নিজেদের মধ্যে অনৈতিক স*ম*কামী সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি টের পেয়ে আব্দুস সাত্তার মেয়েকে সতর্ক করেন। তাদের কাজে ক্রমাগত বাঁধা দিতে থাকেন। এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে জান্নাত তার পিতাকে নৃ"শংসভাবে হ"ত্যা করে ভিডিও করে এবং পিতার উপর বিভিন্ন অপবাদ দেয়।
তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘা"তক জান্নাত স্বীকার করে যে, বুধবার রাতে ভাতের সাথে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে পিতা আব্দুস সাত্তারকে সে ভাত খাওয়ায়। এরপর ভোর ৪টার দিকে ধারালো অ"স্ত্র দিয়ে কুপিয়ে হ"ত্যা করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com