প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৪:০৪ পি.এম
সাপাহারে ইসলামিক আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনে অনুষ্ঠান হয়

নওগাঁর সাপাহারে ১১ মে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণ সমাবেশ সফল করতে সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১ ঘটিকায় সাপাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মো: আশরাফুল ইসলাম।
সাপাহারে চরমোনাইয়ের পীর সাহেবের ১১মে”র গণ সমাবেশ কে সফল করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকলের শান্তিপুর্ণ সাহায্য সহযোগিতা কামনা করেন। এসময় সাপাহার শাখার সভাপতি খন্দকার মো: ফারুক আহমেদ, সেক্রেটারী মো: আব্দুল হালিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ মাও: রবিউল ইসলাম
সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. দেলোয়ার হোসেন যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি বেলাল হোসেন সহ ইসলামী আন্দোল বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার প্রায় অর্ধশত সদস্য ও প্রেসক্লবের সাংবাদিক বৃন্দ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com