প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৪:০৯ পি.এম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ধনবাড়ীতে ঢাকা-জামালপুর মহাসড়ক অবরোধ

গতকাল শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ ঘটিকায় টাঙ্গাইলের ধনবাড়ীতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার উদ্যোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
এসময় ঢাকা-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি দিনার, ছাত্র প্রতিনিধি মিনহাজ, ফয়সাল আহমেদ, গোলাম রব্বানী রিশাদ, ২৪'র গণ-অভ্যুত্থানের আহত সুজন, ফজলে রাব্বি, সাদমান, আতিকুল ইসলাম আতিক, রবিউল ইসলাম রনি ও নোমানসহ অন্যান্যরা।
বক্তারা ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বর্তমান সরকারের কাছে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন। অন্যথায়, আগামী দিনে কঠোর আন্দোলনের ঘোষণা দিবে বলে জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com