প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৮:২২ পি.এম
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলামকে সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে বাগেরহাট রামপালের সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে পরিণত করায় বিদ্যালয়ের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। মোহাম্মদ আমিনুল ইসলাম এই বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি।
সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলি, স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলিম হাওলাদার, মল্লিকের বেড ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এডভোকেট হুমায়ুন কবির খান, মোঃ জাহিদুল ইসলাম, আল মামুন হাওলাদার, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সাজারুল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ আল আমিন গাজী, তুষার কান্তি মৃধা, বিএনপি নেতা ঈমান আলি গাজী, শামীম হাসান পলক, মোঃ রাফছানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অত্র এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা। ইতিপূর্বে অনেক ব্যক্তিবর্গ আশ্বাস দিলেও বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হয়নি। কিন্তু যুগ্ন সচিব মোঃ আমিনুল ইসলামকে প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় আস্থা ফিরে পেয়েছেন অত্র এলাকাবাসী। এলাকাবাসীর প্রত্যাশা নবনির্বাচিত সভাপতি দ্রুত সময়ের মধ্যেই মাধ্যমিক বিদ্যালয়টি কলেজিয়েট স্কুলের রূপান্তরিত করতে পারবেন।
যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলাম বলেন, অত্র এলাকার সকল শ্রেণীর মানুষের দীর্ঘদিনের দাবি সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে রূপান্তর করা। স্থানীয় দাবি ও অত্র এলাকার সন্তান হিসেবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কলেজিয়েট স্কুলে পরিণত করাবার জন্য নির্ধারিত শর্ত পূরণের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। আগামী বছরেই সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয় কলিজিয়েট স্কুলে রূপান্তরিত হবে ও ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com