প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৮:২৫ পি.এম
বাগমারায় এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের এক কলেজছাত্রী শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর নাম বিলকিস নাহার (২৬)। তিনি রাজশাহীর বাগমারা যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বজলুর রহমানের মেয়ে। পাশের গ্রাম কাতিলায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।
শনিবার (১০মে) সকালে নানার বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি অবিবাহিত ছিলেন। পুলিশ বলেছে মানসিক দুশ্চিন্তা থেকে মেয়েটি আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দুইটার দিকে পারিবারিক ভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকিস নাহার দীর্ঘদিন থেকে নানার বাড়িতে বসবাস করছিলেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর রাজশাহীর কলেজে মাস্টার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে তিনি নানার বাড়িতেই অবস্থান করতেন। শুক্রবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে বারান্দার বাঁশের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে স্থানীয় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়।
একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার বিলকিস নাহার বাবার বাড়িতে যান। সেখান থেকে পরে তিনি নানার বাড়িতে ফিরে এসে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল করিম বলেন, বিলকিস নাহার মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তার বিয়ে না হওয়াতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এসব অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে চিকিৎসকের কিছু ব্যবস্থাপত্র উদ্ধার করেছে। এ বিষয়ে বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com