প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৮:২৭ পি.এম
বাগমারা’য় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

রাজশাহীর বাগমারায় এডিপির অব্যায়িত রাজস্ব আয় হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৮ মে বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক জনাব আফিয়া আখতার। এসময় তিনি বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে মূলত ২০২৩-২৪ অর্থবছর এবং ২০২৪-২৫ অর্থবছরে অব্যায়িত রাজস্ব অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং তাদের যাতায়াতের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) মোঃ বোরহান উদ্দিন অন্তর, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা এলজিইডি প্রোকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com