সৌভিক পোদ্দার ।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বাঘাডাঙ্গা, খোশালপুর ও পলিয়ানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
শনিবার (১০ মে) সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এ প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৫৮ বিজিবি জানায়, কিছু বাংলাদেশী মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় বাঘাডাঙ্গা গ্রাম থেকে নারী ও শিশুসহ ৬ জন, খোশালপুর গ্রাম থেকে ৩ জন ও পলিয়ানপুর গ্রাম থেকে ৮ জনকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃতদের বাড়ি খুলনা, মাদারীপুর, নোয়াখালী জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com