নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পিরোলী ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আমেরিকার টেক্সাস স্টেট বিএনপির সাধারন সম্পাদক, পিরোলী গ্রামের বাসিন্দা শেখ জহিরুল ইসলাম।পিরোলী ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: কাবেজ শেখের সভাপতিত্বে শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলতাফ উদ্দিন আনসারী। ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেষ্ঠ্য প্রভাষক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় মাদক ও সন্ত্রাস বিরোধী এ সমাবেশে আরও বক্তব্য দেন পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মো: রেজাউল করিম,জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, পিরোলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো: ইকতিয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শেখ, শিক্ষক মহব্বত হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ শেখ,আলাউদ্দিন শেখ,ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি মো: আলমগীর মোল্যা,যুবদল নেতা শেখ মোফাজ্জেল হোসেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে বিএনপির নেতা-কর্মীরা বরাবরের মতো সোচ্চার রয়েছেন। পিরোলীতে দলের নাম ব্যবহার করে কেউ মাদকের বেচা-কেনায় জড়িত থাকলে কিংবা সেবন করলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।এছাড়া কেউ সন্ত্রাস কিংবা চাঁদাবাজি করলে তাকেও আইন-শৃংখলা রক্ষাবাহিনীর হাতে তুলে দেয়া হবে।দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় সংগঠনবিরোধী এমন কাজে যারা জড়িত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোন ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। এ সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে গণস্বাক্ষর নেয়া হয়।# (ছবি সংযুক্ত)
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com