প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ১১:০৯ এ.এম
ফকিরহাটে মটোরসাইকেল দুর্ঘটনায় গ্যারেজ মিস্ত্রী নিহত

শেখ মাসুম বিল্লাহ, ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মটোরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে এক মটর গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের আট্টাকী মেগনিশতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গ্যারেজ মিস্ত্রি মোঃ মুন্না ফকির (১৯) উপজলোর সদর ইউনিয়নের পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের পুত্র ।
পুলিশ জানায়, রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্যারেজ মিস্ত্রি মুন্না ফকির বাড়ি থেকে মটোরসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। আট্টাকী মেগনিশতলা নামক এলাকায় এসে পৌছালে মটোরসাকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পিলারের সাথে ধাক্কা লেগে নিচে ছিটকে পড়ে যান। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com