বরিশাল নার্সিং কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল থেকেই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে কলেজের ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনের প্রথম দিনেই বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে বরিশাল নার্সিং কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো না মানা হলে আমরণ অনশনের হুশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসি সকল শিক্ষার্থীর উপস্থিতিতে অ্যাকাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়।
গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ওইদিন কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তারা। শিক্ষার্থীদের অভিযোগ এ সময়, ওই কর্মসূচিতে শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা তাদের গায়ে হাত তোলেন এবং এতে শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনার প্রতিবাদে ও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষকেরা অভিযোগ করেন, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে একজন শিক্ষকের সাথে লাঞ্ছিতের ঘটনাও ঘটে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com