প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৮:১৬ পি.এম
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে -বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে যশোরের বাঘারপাড়ায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী । রবিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে গণহত্যাকারী, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকার কে ধন্যবাদ জানিয়ে সংগঠন টির পক্ষ থেকে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয় ।
মিছিলে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি আব্দুল আলীম, জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন,
আব্দুল হাই, রিয়াজুল ইসলাম, হাফিজুর রহমান, অলিয়ার রহমান, আব্দুস সাত্তার, আবু ইছা, যুব সভাপতি মতিউর রহমান, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর, সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। , এছাড়া পৌরসভার আমীর মাও. আমানউল্লাহ ,
পৌর সেক্রেটারি মো. আব্দুল হক, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ উত্তর সমাবেশে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন , জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা ও গণহত্যাকারী, সৈরাচারী,
সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন একই সাথে ভবিষ্যতে আওয়ামী লীগের মত সৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুশিয়ারি দেন। পরিশেষে তিনি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com