প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৪:৫১ এ.এম
আওয়ামীলীগ কচুপাতার পানির দল নয়,কেউ নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হবে

কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, আওয়ামীলীগ কচুপাতার পানির দল নয়,কেউ নিষিদ্ধকরলেই নিষিদ্ধ হয় না।জনগন যদি মুখ ফিরিয়ে না নেয়।কারন আওয়ামী লীগ মাওলানা ভাষানী,বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের হাতে গড়ার দল। শেখ হাসিনা লালন পালন করেছে।
গত রোববার ১১ মে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।কাদের সিদ্দিকী আরোও বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় ও ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারায় বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এসএম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলসহ স্থানীয় নেতারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com