প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৫:১৭ এ.এম
সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৫টি ককটেল বোমা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্পের অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
ডাকাতি প্রবণ চোখতোলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেখানে তল্লাশি করে ওই অস্ত্র, বিষ্ফোরক এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে বলে সেনাবাহিনীর অভিযান সুত্রে জানা গেছে।
মেহেরপুর সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, চোখতলা মাঠে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বোমা প্রস্তুত করছিল একদল দুষ্কৃতীকারী। পরে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি অভিযান দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়ায় পিস্তল, ককটেল বোমা এবং গাঁজা গাংনী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com