প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৫:৪০ এ.এম
চর ভদ্রাসনের দুর্গম চরে ফসলী জমি দেখতে এসে নিখোঁজ হলেন প্রবাসী
জানা গেছে ফরিদপুর জেলার চর ভদ্রাসনের ঝাউকান্দার চরে গত ৯ মে শুক্রবার দোহার নিবাসী প্রবাসী সোহরাব বেপারি ( ৬৫) তার আরও দুই ভাইকে সাথে নিয়ে তাদের ফসলী জমি দেখতে আসেন।এসময় তারা পানি খাওয়ার জন্য একটি বাড়ি লক্ষ্য করে এগুতে শুরু করলে পিছন থেকে সোহরাব বেপারি ঘন কাশবনের মধ্যে পথ হারিয়ে ফেলেন।
অনেক খুঁজাখুঁজি করে না পাওয়ায় তারপরের দিন ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এসে তল্লাশি করা হয় এবং ড্রোন দিয়েও তল্লাশি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। উল্লেখ্য উক্ত চরটির কয়েক কিলোমিটার জুড়ে রয়েছে ঘন কাশবন ও ভুট্টা ক্ষেত।জানা গেছে নিখোঁজ সোহরাব বেপারির স্মার্ট ফোনটি বন্ধ থাকলেও বাটন ফোনটি সচল রয়েছে। তাকে খুজে পেতে এখনও প্রায় শতাধিক মানুষ কাশবন জুড়ে সন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com