কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে আওয়ামীলীগ কতৃক সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক দরিদ্র পরিবারের জমি দখলের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে - আসামি ফিরোজ, আরিফ, রুমেল ও তাদের সন্ত্রাসী বাহীনি (১১-০৫-২০২৫ রোজ রবিবার) দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক জমি দখল করতে যায়। বাদী জমির মালিক মোহাম্মদ নজরুল ইসলাম, সিরাজ গং উপরোক্ত সন্ত্রাসীদের বাধা দিতে আসলে সন্ত্রাসীরা তখন তাদেরকে হত্যার হুমকি দেয় এবং মারধর করে এবং জমিতে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করে। উক্ত ঘটনা জেনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীবাহিনারা হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে। পরবর্তীতে ভুক্তভোগী মোহাম্মদ নজরুল ইসলাম এবং সিরাজ গং নিজের জীবন নিরাপত্তার কথা চিন্তা করে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com