প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৬:১৫ এ.এম
মোগরাপাড়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজি মো. আশরাফ উদ্দিন

জনসেবায় আগ্রহী সমাজসেবক ও ব্যবসায়ী মাঠে সক্রিয় হচ্ছেন আগাম প্রস্তুতিতে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও, স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন কাবিলগঞ্জ গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী হাজি মো. আশরাফ উদ্দিন।
দলমত নির্বিশেষে জনসাধারণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে আছি। জনগণের ভালোবাসা ও উৎসাহে অনুপ্রাণিত হয়ে আগাম প্রস্তুতি নিচ্ছি। যখন নির্বাচন হবে, তখন জনগণ যদি চায়, আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব।
হাজি মো. আশরাফ উদ্দিন পিতা মরহুম হাজি মোহাম্মদ ছামছুদ্দিন ও মাতা মরহুম মোসাম্মাৎ হালিমা খাতুনের সুযোগ্য সন্তান। তিনি মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। পাশাপাশি তিনি আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের মতে, তিনি একজন পরিচ্ছন্ন ব্যক্তি, যিনি রাজনীতি নয়—সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তার নেতৃত্বে মোগরাপাড়া ইউনিয়ন একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তরিত হবে বলেও অনেকেই আশা প্রকাশ করেছেন।
আগাম প্রস্তুতির অংশ হিসেবে তিনি এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন এবং উন্নয়নভিত্তিক পরিকল্পনা সাজাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সময়ের আগেই প্রস্তুতি শুরু করলে জনগণের সঙ্গে সম্পর্ক গভীর হয়। আমার লক্ষ্য হলো জনগণের চাহিদা বুঝে কাজ করা।”
তিনি মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানান এবং আগামীর দিনের জন্য দোয়া ও পরামর্শ কামনা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com