প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৯:২৪ এ.এম
ফরিদপুরের সদরপুরে গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে ৩জনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ
রবিবার (১১ মে) উপজেলা বিভিন্নস্থান থেকে ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরে পুত্র রুবেল মাতুব্বর(৩৬), সতের রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার পুত্র আরিফ হোসেন (৩৮), সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের পুত্র কেশব দাস(৩৫)।
সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‘ নাজমুল হাসান বলেন গত ২৪ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ৩জনকে আটক করেছি। আটককৃত রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হিরোইন পাওয়া গেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com