প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১০:৪৩ এ.এম
সোনাহাট সেতু হুমকির মুখে, অভার লোড ঠেকাতে পুলিশের ভ্রাম্যমাণ টহল

কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দর থেকে অভার লোডযুক্ত ট্রাক চলাচলের কারণে দীর্ঘদিন ধরে সোনাহাট সেতুর ব্যাপক ক্ষতি হয়ে আসছে। ১০ টনের অধিক মালামাল পারাপারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও একশ্রেণির স্বার্থান্বেষী ব্যক্তি নিয়ম ভেঙে অতিরিক্ত মালামাল বহন করে ট্রাক পারাপার করছে। এর ফলে সেতুর পাটাতন প্রায়ই ভেঙে পড়ছে, সৃষ্টি হচ্ছে জনভোগান্তি।
অবৈধভাবে অতিরিক্ত মালামাল পরিবহন এই গুরুত্বপূর্ণ সেতুকে চরম হুমকির মুখে ফেলেছে। বিষয়টি নজরে এনে ক্ষয়ক্ষতি রোধে পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আজ সোমবার (১২ মে) সোনাহাট ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ টহল বসিয়েছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পুলিশ জানায়, সেতুর ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং নিয়ম লঙ্ঘন রোধ করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা জানান, পুলিশের এই কার্যক্রম সেতু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরবে।
সোনাহাট সেতু রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে কার্যকর হলে, যোগাযোগব্যবস্থা উন্নত ও নিরাপদ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com