প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১০:৫৬ এ.এম
বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্ত গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশাগতভাবে চুক্তিভিত্তিক নারিকেল ও পানিতাল সংগ্রহের কাজ করতেন। জানা গেছে, মাত্র ৪০০ টাকার চুক্তিতে তিনি ওই তাল গাছে উঠেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাল গাছে ওঠার পর পানিতাল সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান জানান, "নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।"
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com