প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১১:০৪ এ.এম
৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরিয়া এফসি (আর্মি) এর কার্যালয়ের বিশেষ সেবা কার্যক্রম

৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরিয়া এফসি (আর্মি) এর কার্যালয়ের বিশেষ সেবা কার্যক্রম বাংলাদেশের কম্পন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী (১২-১৫ মে ২০২৫) উদযাপন উপলক্ষে ১২ মে ২০২৫ তারিখে একটি বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করে।
এই উপলক্ষে এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এর কার্যালয়, সাভার, সেনানিবাস-এ নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার আর্থিক ও প্রশাসনিক সেবা দ্রুততম সময়ে ও সহজ উপায়ে প্রদান করা হয়।
এই বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে এরিয়া এফসি (আর্মি) এর কার্যালয় সাভারের কর্মকর্তা কর্মচারী তাদের জনসেবার প্রতিশ্রুতি ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীগণ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করেন।
এ ধরনের উদ্যোগ সরকারের ডিজিটাল ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে অত্র কার্যালয়ের এরিয়া এফসি (আর্মি) মহোদয় জনাব মো. আরিফুর রহমান আশা প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com