প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১১:৩২ এ.এম
বগুড়া শাজাহানপুরে বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগের নেতা খন্দকার ওয়াদুদ এর কুশপত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা

সোমবার সকালে ছাত্রদলের সাবেক এক নোতার ইন্দোনে বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের বিতারিত প্রধান শিক্ষক ও ওযার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার ওয়াদুদ হোসেনকে বহালের দাবিতে ৪০/৫০জন শিক্ষার্থী ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়।
তার প্রতিবাদে, বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে। বিতাড়িত প্রধান শিক্ষক ওয়াদুদের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।
মাহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, তাদের ভুল বুঝিয়ে মহাসড়ক অবরোধ চেষ্টা চালানো হয়েছিল। এজন্য তারা অনুতপ্ত।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com