প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৬:৩২ পি.এম
টঙ্গিবাড়ীতে দীর্ঘ ১০বছর পরে নিজের জমি ফিরে পেলো প্রকৃত মালিক সামসুন্নাহার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় দীর্ঘ ১০বছর পরে প্রকৃত মালিক সামসুন্নাহার তার নিজের জমি ফিরে পেয়েছে।
জানা যায়, উপজেলার আমতলী এলাকায় আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক জোরপূর্বক জমিটি দখল করে রেখেছিলো। দীর্ঘদিন নিজের জমিতে যেতে পারেনি। এখন আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পরে সামসুন্নাহার তার জমিটি দখলে নিয়েছে। উপজেলার পুরাপাড়া মৌজার আর এস নং ৩৭ দাগে ৪৬.৯২ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।
জমির মালিক সামসুন্নাহার বলেন, আমার মা আমাকে জমিটি লিখে দিয়েছে কিন্তু বক্কর দেওয়ান জোরজবরদস্তি আমাকে মারধর করে জমি থেকে বের করে দেয়। আমি নিরূপায় হয়ে জমি ছেড়ে চলে যাই। আওয়ামীলীগ এর পতন হওয়ার পরে ওরা পালিয়ে গেছে। আমি আমার জমি ফিরে পেয়েছি।
স্থানীয় এলাকাবাসী জানান, আমরা জানি এই জমিটি সামসুন্নাহার নামের এক ব্যক্তির। কিন্তু দীর্ঘদিন যাবত জমিটি আওয়ামীলীগ নেতার দখলে ছিল। আজকে দেখলাম মিস্ত্রীদের দিয়ে সামসুন্নাহার তার জমিটি দখলে নিচ্ছে।
এব্যাপারে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক দেওয়ানকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com