প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১০:২১ পি.এম
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনে কক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও অন্যানো সভা
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও অন্যানো সভা সমূহের জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১২/০৫/২০২৫খ্রি.বেলা ১০:০০ ঘটিকা। চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটি জেলার সার্বিক আইন আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ,,মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন চোরাচালান রোধ, সড়কে অবৈধ যানবাহন ও দূর্ঘটনা প্রতিরোধের ইত্যাদি বিষয়ের উপর মাসিক মিটিং করে জেলার সমস্যা সমাধানে উপায় ও প্রতিরোধের জন্য সভায় আলোচক গন তাদের সমস্যা তুলে ধরেন এবং তার সমাধান ও প্রতিকারের ব্যবস্থা আলোচনা মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাবঃ জহিরুল ইসলাম মহোদয়। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম) সেবা মহোদয়,জেলা সিভিল সার্জন ও চুয়াডাঙ্গা জেলার সুশীল সমাজের সম্মানিত ব্যক্তি এবং বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা গন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com