প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ১২:৩৮ এ.এম
কালীগঞ্জে তিন কৃষকের পানের বরজে ভয়াবহ আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে তিন কৃষকের পানের বরজে ভয়াবহ আগুন।
মধ্যরাতে তিন কৃষকের ছয় বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬/৭ লাখ টাকার পান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ১১মে রোববার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতের কোনো এক মুহূর্তে বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ছয় বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটায় তা নিয়ন্ত্রণে ও বেগ পেতে হয়েছে স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তিন কৃষকের মোট সাত লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com