প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৬:৫০ এ.এম
দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিয়াদকে ধারালো হাসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াদ (১৩) নামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিশুকে ধারালো হাসুয়া দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রামের জিয়ারুল ছেলে ও দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রাস্তার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর ও চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার সার্কেল জাকিয়া সুলতানা পরিদর্শন করে। এ ঘটনার সাথে জড়িত সুখিনা (৫০) ও সুমাইয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত সুখিনা ছয়ঘরিয়া গ্রামের বাইতুল্লার স্ত্রী ও সুমাইয়া হযরত আলীর স্ত্রী ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে জিয়ারুলের স্ত্রী শিল্পী খাতুন(৩৮) তার বাড়ির সাথে রাস্তার পাশে গরুর গোবরের পাটকাঠি করে ঘুটো দিচ্ছিল। এ সময় পাশের বাড়ি বাইতুল্লার স্ত্রী সুখিনা খাতুন(৫০) সাথে ঘুটো দেওয়া নিয়ে বাক-বিতণ্ড শুরু হয়। একপর্যায়ে বাইতুল্লার ছেলে হযরত আলী (৪০) ও রিয়াদ বাক-বিতণ্ডের মধ্যে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হযরত আলী তার বাড়ি থেকে একটি ধারালো হাসুয়া নিয়ে রিয়াদের গঁলায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার দামুড়হুদা-দর্শনা-জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা বলেন, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনা একসাথে জড়িত হযরত আলীর মা সুখিনা খাতুন ও স্ত্রী সুমাইয়া খাতুন কে গ্রেফতার করে পুলিশ ।
স্থানীয়রা জানায়, হযরত আলী এলাকার চিহ্নিত মাদক ও চোরাকারবারির সাথে জড়িত রয়েছে। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াদ কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে হযরত ।
এ ঘটনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর বলেন, সোমবার দুপুরে ছয়ঘরিয়া গ্রামে গরুর গোবরের পাটকাঠি করে ঘুটো দেয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডের একপর্যায়ে শিশু রিয়াদকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। বিকাল ৫ টর দিকে তার লাশের সুরতহাল করে ময়নার তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজন নারীকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মাওলা বলেন, শিশুর রিয়াদ হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মূল হত্যাকারী হযরত আলী কে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com