স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে অজ্ঞাতনামা ওই যুবকের ভাসমান মরদেহ স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত কেের। রাত সাড়ে ৮ টার দিকে তার মরদেহ নৌ পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের এ প্রতিবেদককে বলেন, রাত ৮ টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করা হয়। তখন তাকে বিপরীত থেকে জানানো হয় খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ স্থলে তুলে আনেন। তিনি আরও বলেন, মরদেহের পরনে ব্লু রংয়ের পঞ্জাবি এবং সাদা রংয়ের পায়জামা ছিল। তার পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি টিমকে জানানো হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com