১২মে (সোমবার) বেলা ১২টায় সম্পন্ন হয়েছে। সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী বিএমএ মার্কেট কমপ্লেক্সে জার্সিয়ান এর ২য় শো-রুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জার্সিয়ানের সত্বাধীকারী এস এম রিয়াদুল ইসলামের সভাপতিত্বে ও রবিউল হাসান তানবীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফ এর আম-মোক্তার মোতোওয়াল্লী আলহাজ্ব সৈয়দ মোঃ মাকছুদুল আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, সিটি ব্যাংক ভাটিয়ারী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইউসুফ, বার আউলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাছির, বুড়িচং মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নাসরুল্লাহ, ব্যবসায়ী আলহাজ মোঃ কামাল উদ্দিন সওদাগর, ইস্টার্ণ ব্যাংকের ভাটিয়ারী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার নাহিদুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ নাজের, ফারুক মোনাদীন চৌধুরী, মোঃ দিদারুল আলম, সৈয়দ শাহ নেওয়াজ রনি, মোহাম্মদ আলমগীর, দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মোঃ আলী, এআরএম দিদারুল আলম, এআরএম প্রশনজিৎ দাশসহ বিভিন্ন ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ প্রমুখ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com