প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ১২:৫৪ পি.এম
মানিকগঞ্জ-২ আসনের সার্বেক সাংসদ সদস্য ও জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগম গ্রেফতার

মানিকগঞ্জ -২ আসনের সার্বেক সংসদ সদস্য ও জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
সোমবার (১২মে) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোঃতালেবুর রহমান। তিনি জানান যে"রাজধানীর ধানমুন্ডির ষ্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মাগোপন ছিলেন মমতাজ বেগম।সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তার নামে একাধিক মামলা রয়েছে। ডিবির যুগ্ন কমিশনাল মোঃনাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সার্বেক এই এমপির বিরুদ্ধে রাজধানীর ও মানিকগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে।গত ৫ আগষ্ট ছাত্র -জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার এর পতনের পর থেকে আত্মগোপনে চলে যান মমতাজ বেগম।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমুন্ডির ষ্টার কাবাবের পিছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।বর্তমানে মমতাজ ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com