বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী মজিরুন ন্নেছা মিলু ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ।১৩ মে মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী মজিরুন ন্নেছা মিলু মৃত্যুবরণ করলে হাসপাতালে ছুটে যান এবং তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু । এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলাদলে সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বিএনপি নেতা ফজলে রাব্বি তোহা, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com