কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের প্রদর্শনী বিতরণ করা হয়েছে। (১৩ মে) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এই প্রদর্শনী বিতরণ করা হয়। এতে ৮টি ইউনিয়নের ৩৭ জন কৃষাণ-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরন করা হয়। এছাড়া উপকরণ হিসাবে প্রত্যেককে ২০ প্রকারের সবজি বীজ, ৬টি করে ফলের চারা, জৈব ও রাসায়নিক সার, নেট, ঝাঁঝড়ি, বীজ সংরক্ষণের পাত্র ও সাইনবোর্ড বিতরণ করা হয়। পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুখলেছুর রহমান, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মান্নানসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণের আগে কৃষাণ-কৃষাণীদের মাঝে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এই বাগানের মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে সবজি বিক্রি করে লাভবান হওয়া যায়। আশা করা যাচ্ছে আবহাওয়া ও সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com