খুলনার কয়রায় কৃষকদের দক্ষতা ও উৎপাদনের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিন ব্যাপী উত্তম কৃষি চর্চা জিএপি সার্টিফিকেশস প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কৃষি অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক এস,এম,মিজান মাহমুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) সুবীর কুমার বিশ্বাস। এতে আরও বক্তৃতা করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুরুন কুমার রায়,সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ সহকারী কৃষি অফিসার অনুতব সরকার,মাহমুদুল হাসাস,আল মাহফুজ,মিরাজ হোসেন, কৃষক মিজানুর রহমান,মহিদ হাসান,প্রমুখ। দিনব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠানে কীটনাশক ও সার ব্যবহারে নিরাপদ মানদণ্ড , পানি, মাটি ও পরিবেশবান্ধব কৃষি কৌশল ফসলের সঠিক সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা আন্তর্জাতিক মান অনুযায়ী চাষাবাদের নীতিমালা বিষয়ে ২৫ জন কৃষকদের প্রশিক্ষন দিয়ে সার্টিফিকেট প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com