প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৬:৪৪ এ.এম
কুবিতে ইউট্যাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সম্মতিক্রমে এ কমিটি অনুমোদিত হয়। মঙ্গলবার (১৩ মে) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন।
সহ-সভাপতি পদে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান।সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। প্রচার সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমান।কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক এবং সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com