আবদুর রাজ্জাক লালমোহন ভোলা থেকে.বাংলাদেশ জামায়েতে ইসলামী ভোলা জেলার লালমোহন পৌরসভার উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৩মে ) বিকেল ৪ ঘটিকায় উত্তর বাজার বায়তুর রেদওয়ান জামে মসজিদ প্রঙ্গণে এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা আমীর মাওলানা কাজী সাইফুল ইসলাম৷পৌরসভার সেক্রেটারি মাওঃ নুরন্নবী'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা নায়েবে আমীর ও ভোলা- ১ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক আমির হোসেন,লালমোহন উপজেলা আমির মুহাদ্দিস আব্দুল হক,সেক্রেটারি মাওঃ রুহুল আমিন,সহকারি সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি,উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসাইন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মুসা,সেক্রেটারি আব্দুজ জাহের , চরভূতা ইউনিয়ন আমীর মাওলানা নিজাম উদ্দিন, লালমোহন সদর ইউনিয়ন আমীর মাওলানা ফরিদ উদ্দিন,ধলিগৌরনগর ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউল হক নোমান,ফরাজগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওঃনুরে আলম,কালমা ইউনিয়ন জামায়েত ইসলামী সভাপতি এমদাদ উল্লাহ,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য বৃন্দ৷এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করা সকল ফরজের বড় ফরজ৷ আল্লাহর হুকুম কায়েম করতে হলে একদল মানুষ নিজেদেরকে কুরআনের রংঙে রঙিন করতে হবে৷জামায়াতে ইসলামীর সেই কাজ টি করতে চায়৷ তাই সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে আবদ্ধ হওয়ার আহবান করেন৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com